ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

৩১ ডিসেম্বর কি বিপ্লবী সরকার ঘোষণা? উত্তরে যা বললেন নাহিদ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
৩১ ডিসেম্বর কি বিপ্লবী সরকার ঘোষণা? উত্তরে যা বললেন নাহিদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ৩১ ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ (জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র) প্রকাশ করা হবে বলে আলোচনা চলছে।

সেদিন কী হবে, জানতে চাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা সংবাদ সম্মেলন করে পরিষ্কার করে দিয়েছে।

আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি তাদের পক্ষ থেকে একটা জুলাই প্রোক্লেমেশন আসবে, একটা ঘোষণাপত্র আসবে যে, কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি অভ্যুত্থান সংঘটিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো। এই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র-জনতার আকাঙ্ক্ষাটা কী ছিল, সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের সামনে নাহিদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।

এ ক্ষেত্রে বিপ্লবী কোনো সরকার ঘোষণা করার পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, এজন্য আপনাদের ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে দুপুরে বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ ঘোষণাটি সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের লিখিত দলিল হিসেবে থাকবে, যে দলিল আমাদের নতুন স্বপ্নগুলোকে ধারণ করবে, যে দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে। নতুন যে সিস্টেম প্রত্যাশা করি, তা বাস্তবায়নের পথ দেখাবে।
 
তিনি বলেন, ৩১ তারিখ যে ঘোষণাপত্র পাঠ হবে, তা শহীদ পরিবারের স্বপ্ন হিসেবে থাকবে। বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যেই সিস্টেমগুলো মানুষ চাচ্ছে না, সেগুলো স্পষ্ট করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।