ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে  প্রতীকী ছবি

জামালপুর: জামালপুর সদর উপজেলায় মোটরসাইকেলে করে ঘুরতে গিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে স্বামীর মৃত্যু হয়েছে। আর স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক।  

এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে জামালপুর সদর উপজেলার মহেশপুর কালিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজু আহমেদ (৩৫)। তিনি জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষক। তার স্ত্রী সাদিয়া আক্তার (২৭) জামালপুর পৌর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

পুলিশ জানায়, রাজু বাড়ি থেকে বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল করে ঘুরতে বের হন। জামালপুর-ময়মনসিংহ সড়কের ঘুরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের পেছন থেকে সাদিয়া হঠাৎ পড়ে যান। এসময় পেছনে তাকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান রাজু। পরে স্থানীয়রা এ শিক্ষক দম্পতিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, মরদেহ পরিবার নিয়ে দাফনের ব্যবস্থা করেছে। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।