ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

৪ জানুয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সমাবেশের সিদ্ধান্ত হয়নি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
৪ জানুয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সমাবেশের সিদ্ধান্ত হয়নি

ঢাকা: আগামী ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশের সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শনিবার (২৮ ডিসেম্বর) অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং মহাসচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ ও পোস্টে আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সমাবেশ আয়োজনের খবর প্রচারিত ও শেয়ার করা হচ্ছে মর্মে পরিলক্ষিত হয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া বা সিদ্ধান্ত গ্রহণ করেনি। বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা আইন কানুন ও সরকারি বিধি-বিধান প্রতিপালন করে নিজেদের ন্যায্য এবং যৌক্তিক দাবি তুলে ধরার বিষয়ে সচেতন রয়েছে।

উপসচিব ও তদূর্ধ্ব পদে পদোন্নতিতে ৫০ শতাংশ কোটা সংরক্ষণে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব ঘিরে প্রশাসন ক্যাডারের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। গত ২৫ ডিসেম্বর রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক প্রতিবাদ সভায় বিভিন্ন কর্মসূচির সঙ্গে সমাবেশ করার প্রাথমিক প্রস্তাব করা হয়। তবে তা চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।