ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
ইসলামপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু প্রেপ্তার দুজন

জামালপুর: জামালপুরের ইসলামপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে শেতাব আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়া ইসমাইল (৩২) ও সুরমান আলী (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শেতাবের স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।  

গ্রেপ্তার দুজন হলেন- ইসমাইল (৪০) ও সুরমান আলী (৪৫)। এদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইসমাইল এবং সুরমানকে আদালতে পাঠানো হয়েছে। হতাহত তিনজনের বাড়িই কুলকান্দি ইউনিয়নে বলে জানা গেছে।  

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, দীর্ঘদিন ধরে ইসমাইল ডাকাতের একটি দল জিগাতলা গ্রামে অবস্থান করে নদী ও দুর্গম চরে ডাকাতি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান পরিচালনা করে ইসমাইল ও সুরমানকে আটক করে আনার সময় উত্তেজিত জনতার আঘাতে আহত হন ইসমাইল।  

তিনি আরও জানান, ডাকাত ও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র নিয়ে ফেরার সময় স্থানীয়রা ডাকাত সন্দেহে শেতাব আলী নামে একজনকে পিটিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেতাবকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্ততি ও অস্ত্র আইনে দুটি মামলা হওয়ার কথা জানিয়েছে পুলিশ।    

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।