ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

১৫ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না শামিমের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
১৫ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না শামিমের গ্রেপ্তার শামীম

বরিশাল: দীর্ঘ ১৫ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না ট্রিপল মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শামিমের।

তাকে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি জানান, নগরের দপ্তরখানায় ২০০৯ সালে তিনজনকে হত্যা করে পালিয়ে যাওয়া আসামি শামিমকে গতরাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জোরে ২০০৯ সালে নিজের মা, ভাইয়ের বউ ও তার গর্ভে থাকা সন্তানকে হত্যা করে পালিয়ে যায় শামিম। তখন হত্যাকাণ্ডের ঘটনায় বাদী হয়ে মামলা করেন আজিজ মল্লিক।  ওই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ২০১১ সালে শামিমকে ফাঁসির আদেশ দেয় আদালত।

এদিকে ঘটনার পর থেকেই পালিয়েছিল শামিম। তিনি নগরে দপ্তরখানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

মামলার বাদী আজিজ মল্লিক বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে শামিম তার মাকে হত্যা করে। তখন আমার মেয়ে শিমু হত্যা করতে দেখে ফেলায় তাকেও হত্যা করে শামিম।

তিনি আরও বলেন, আমার মেয়ে তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় শামিম।

১৫ বছর পরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করায় কোতোয়ালি পুলিশকে ধন্যবাদ জানিয়ে হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।