ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নওশের আলী (৬৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন।  

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলীর বাড়ি মাগুরা সদরের সীতারামপুর গ্রামে।

কাটাখালী বাজারের ব্যবসায়ী হান্নান মোল্যা জানান, বুধবার সকালে বাইসাইকেল যোগে নিজ গ্রাম থেকে নওশের আলী কাটাখালী বাজারে নিজের চায়ের দোকানে আসছিলেন। পথে যশোরমুখী একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।