ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে নসিমনের ধাক্কায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আড়াইহাজারে নসিমনের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেলকে নসিমন ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোল্লারচরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সোনারগাঁয়ের আমগতির শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) ও উজ্জ্বল। এ ঘটনায় আহত আরেকজন মিঠু হাসপাতালে চিকিৎসাধীন।

মিঠু জানান, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে আসলে একটি নিষিদ্ধ যান নসিমন আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহান ও হাসপাতালে আনার পর উজ্জ্বল মারা যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এখন পর্যন্ত নিহতদের পরিবারের কোন অভিযোগ নেই। ঘাতক নসিমনটি আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।