ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমারকে ১৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
মিয়ানমারকে ১৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর লক্ষ্যে ঢাকা কাজ করে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল থাইল্যান্ড যাচ্ছি। মিয়ানমার ইস্যুতে আলোচনার জন্য থাইল্যান্ড সরকার এক বৈঠকের আয়োজন করেছে। সেখানে আমি অংশ নেব।  

তিনি বলেন, ১৩ লাখ রোহিঙ্গাকে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে তাদের (মিয়ানমারের) ফেরত নিতে হবে। আজ হয়তো ফেরত পাঠাতে পারব না, কেননা যুদ্ধ চলছে, তবে যখন সেটেলমেন্ট হবে, তখন আমাদের একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডি- ৮ সম্মেলনে যোগ দিতে মিসর যাচ্ছেন।  

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। সাইডলাইনে বেশ কয়েকজন সরকার প্রধানের সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হবে।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।