ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
লোহাগড়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে ইটভাটা তিনটি গুঁড়িয়ে দেওয়া হয়।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- লোহাগড়ার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইটভাটা ও শিয়রবর বাজার এলাকার সুরমা এবং সততা ইটভাটা। এসব ভাটার সব কাঁচা ইট ভেঙে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুঁড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়াসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

পর্যায়ক্রমে অবৈধ সব ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।