ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ছাত্রাবাসে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
নরসিংদীতে ছাত্রাবাসে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ  মিফতাজুল হাসান প্রতীক

নরসিংদী: নরসিংদীতে ছাত্রাবাস থেকে মিফতাজুল হাসান প্রতীক (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস সিটি হাউস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রতীক ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে। তিনি আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  

সিটি হাউস ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার নাদিম ইসলাম বলেন, প্রতীক প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কলেজে যান। বিকেলে কলেজ ছুটির পর তিনি ছাত্রাবাসে এসে চতুর্থ তলায় তার কক্ষে গিয়ে দরজা লাগিয়ে দেন। পরে অন্য শিক্ষার্থীরা তার খোঁজে গেলে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। দরজা না খোলায় তারা কক্ষের ফাঁক দিয়ে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তারা আমাদের জানান। আমরা দরজা ভেঙে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলেজটির অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে প্রতীককে মৃত অবস্থায় পাই। পরে তার ছাত্রাবাসে গেলে তার বন্ধুরা আমাকে তার বাবা-মাকে লেখা একটি সান্ত্বনা দেওয়া চিরকুটসহ কয়েকটি চিরকুট দেন। আমি এগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার পরিবার এলে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, প্রতীক নামে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস লেগেছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক  বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।