ঢাকা: বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগ চলছে জানিয়ে এ সংক্রান্ত বিষয়ে প্রলোভনে পড়ে কারও সঙ্গে আর্থিক কোনো অনিয়মে না জড়ানোর আহ্বান জানিয়েছে বাহিনীর সদর দপ্তর।
সোমবার (৮ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানান।
তিনি জানান, বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ চলছে। এ নিয়োগ প্রক্রিয়ায় শুধু মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারও প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
এআইজি আরও বলেন, কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এজেডএস/এইচএ/