ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে আখ মাড়াই শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ হাজার টন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
নাটোরে আখ মাড়াই শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ হাজার টন

নাটোর: পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর চিনিকলের ২০২৪-২৫ মৌসুমের ৪১তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে এ চিনিকলের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (অর্থ) মো. আবুল কালাম আজাদ।

নাটোর চিনিকল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৬০ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৭০ ভাগ। গত ২০২৩-২৪ মৌসুমে ৫৪ কার্যদিবস নিয়ে ৭৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে ৫২ কার্যদিবসে ৬৯ হাজার ৮৪৪ মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার ২১৪ মেট্রিক টন চিনি উৎপাদন করে নাটোর চিনিকল। আর চিনি আহরণের হার ৬ দশমিক ৫০ ভাগ ধরা হলেও সেখানে অর্জিত হয় ৪ দশমিক ৬০ ভাগ।

সূত্র জানায়, চলতি মৌসুমে নাটোর চিনিকল এলাকায় ১০ হাজার একর জমিতে আখ চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও  সেখানে সাত হাজার ৮৫২ একর জমিতে আখ চাষাবাদ হয়েছে। প্রতি মণ আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা। এ চিনিকলের আটটি সাবজোনের ৪৮ কেন্দ্রের অধীনে আখ সরবরাহ করা হবে। গত মৌসুমে আট হাজার একর জমিতে আখ চাষাবাদ হয়েছিল।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়া বাংলানিউজকে বলেন, আখের মূল্যবৃদ্ধির ফলে চাষিরা আখ চাষে আগ্রহী হচ্ছেন। দিনে দিনে নাটোর চিনিকল এলাকায় আখ চাষ বাড়ছে। আগে থেকেই চিনিকলে সাবজোনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত আখ সরবরাহ করার জন্য প্রচার-প্রচারণা চালানো হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ সরবরাহ পাওয়া গেলে এবং আখ মাড়াই সম্পন্ন করা গেলে পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, জেলা জামায়াতে ইসলামী আমির ড. নূরুল ইসলাম, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল ব্যাপারী প্রমুখ। চিনিকলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।