ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫০০ টাকায় দত্তক: ৯ মাসের নুরীর পরিবারের পাশে ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
৫০০ টাকায় দত্তক: ৯ মাসের নুরীর পরিবারের পাশে ইউএনও

পঞ্চগড়: অভাবের কারণে নয় মাসের শিশু সন্তানকে মাত্র ৫০০ টাকায় দত্তক দিয়ে দেন মা শরীফা খাতুন। বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহায়তায় তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

এ নিয়ে খবর প্রকাশের পর এবার পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বোদার ইউএনও শাহরিয়ার নজির।

সহায়তা হিসেবে পরিবারটির হাতে তুলে দেওয়া হয়েছে ৩০ কেজি চালের বস্তা, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বাজার, সঙ্গে কম্বল। একই সঙ্গে ওই নারীর অন্য দুই সন্তানকে পড়ালেখার সুযোগ করে দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের কার্ড করে দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় বোদা উপজেলার ইউএনও শাহরিয়ার নজির নিজেই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট মুসলিমবাগ এলাকায় ওই নারীর ভাড়া বাসাতে গিয়ে এসব সামগ্রী দিয়ে আসেন।  

জানা গেছে, গত এক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে মানসিক ভারসাম্যহীন শরীফা খাতুন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট মুসলিমবাগ এলাকায় তিন সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। তিনি ভিক্ষা করে সংসার চালান।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের নয় মাসের কন্যা সন্তানকে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়ায় একটি হলুদ ক্ষেতে রেখে ভিক্ষা করতে যান শরীফা খাতুন। এসময় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয় এক নারী। একইসঙ্গে শরীফাকেও বাড়িতে ডেকে নেন তিনি। রুনা নামে ওই নারীর কোনো সন্তান না থাকায় তিনি শিশুটিকে দত্তক নিতে চান। ৫০০ টাকার বিনিময়ে শিশুটিকে ওই নারীর কাছে রেখে চলে যান শরীফা। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে ওই দিনই বিকেলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

পরিবারসহ স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন শরীফা। টানা চারদিনে শিশুটির কোনো সন্ধান না দিলেও এক সময়  তিনি শিশুটিকে কোথায় রেখেছেন সে ঠিকানা জানান। চারদিনের মাথায় শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।  

এ বিষয়ে ইউএনও জাকির হোসেন বাংলানিউজকে বলেন, বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে পরিবারটির কাছে তুলে দেওয়া হয়েছে। ওই নারীর বাসা বোদা উপজেলায় হওয়ায় সেখানকার ইউএনওকে বিষয়টি জানানো হয়।  

তিনি আরও বলেন, সোমবার সকালে নিজে গিয়ে পরিবারটিকে সহায়তা দিয়ে এসেছেন ইউএনও শাহরিয়ার নজির।

এদিকে ইউএনও শাহরিয়ার নজির বাংলানিউজকে বলেন, বিষয়টি জানার পর আজ ওই নারীর বাসায় ছুটে গিয়ে চাল, ডাল, কম্বলসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এসেছি। স্থানীয় জনপ্রতিনিধিকে ভিডব্লিউবি কার্ড করে দিতে বলেছি। আশা করি, পরিবারটি কিছুটা ভালো থাকতে পারবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।