ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হামলা নয়, অভিযোগ থাকলে আদালতে যান: দুই পত্রিকা প্রসঙ্গে প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
হামলা নয়, অভিযোগ থাকলে আদালতে যান: দুই পত্রিকা প্রসঙ্গে প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ঢাকা: ‘দেশবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ এনে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা কর্মসূচি দিচ্ছে একদল লোক। ঢাকায় পত্রিকা দুটির কার্যালয়ের সামনে অবস্থান ও ‘জেয়াফত’ কর্মসূচি ঘিরে রোববার (২৪ নভেম্বর) উত্তপ্ততাও ছড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৫ নভেম্বর) রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে বিক্ষুব্ধরা।

এ নিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি দুটি পত্রিকার বিষয়ে কোনো অভিযোগ থাকলে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

শফিকুল আলম বলেন, আমি রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানাই। প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কোনো গণমাধ্যমের সাংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি প্রতিকারের জন্য আদালতে যেতে পারেন। শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারেন। গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ নতুন কিছু নয়। এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। তবে সাংবাদিকদের হুমকি ও ভয় দেখানো বা গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।