ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি সংগৃহীত ছবি।

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

এ ঘটনায় শনিবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুনকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির বাকি সদস্যরা হলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল,পল্লী বিদ্যুৎ সমিতির একজন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং বিআরটিসির একজন প্রতিনিধি।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাটির মায়া রিসোর্টে পিকনিকে যাওয়ার সময় সকালে শ্রীপুর উপজেলার উদয়খালি এলাকায় পিকনিকের বাসের ভেতর বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু হয়। এ ঘটনার পরপর গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছয়টি দোতলা বাস, তিনটি মাইক্রোবাস নিয়ে ৪৬০ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে পিকনিকের উদ্দেশ্যে সকালে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়। সকাল সাড়ে ১০টার দিকে উদয়খালী এলাকায় গেলে রাস্তার পাশে বৈদ্যুতিক তারের সঙ্গে একটি বাসের বিদ্যুৎ স্পর্শ হয়। এতে ছয় শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। এ সময় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন>>

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।