ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে সবজিক্ষেতে মিলল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
নরসিংদীতে সবজিক্ষেতে মিলল যুবকের মরদেহ

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় সবজিক্ষেত থেকে কামরুজ্জামান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামরুজ্জামান উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার মহর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার লোচনপুরা-বোয়ালমারা সবজি মাঠের পেঁয়াজক্ষেতে বৈদ্যুতিক খুঁটির পাশে তার কাটার মেশিন, হাতপ্লাসসহ মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতারা মরদেহ দেখতে ভিড় জমান। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে পুলিশ ঝামেলা এড়াতে দ্রুত মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে দুপুরে থানা পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার উপ-পরিদর্শক মো শফিউল্লাহ বলেন, মরদেহের সুরতালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।