ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা: ঢাকা শহরের বিভিন্ন স্থানের পাশাপাশি মহাখালী এলাকার রেললাইন অবরোধ করে ব্যাটারিচালিত অটো-রিকশাচালকরা অবস্থান নিয়েছেন। এ সময় তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন ব্যাটারিচালিত অটো-রিকশাচালকদের রেললাইন অবরোধ করে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একটি সূত্র জানায়, অবস্থানরত ব্যাটারিচালিত অটো-রিকশাচালকরা মহাখালী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন,  ব্যাটারিচালিত অটো-রিকশাচালকদের রেলপথ অবরোধের কারণে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশনে পাঁচটি ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এছাড়া ঢাকা অভিমুখী বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, রেলওয়ের জিআরপি পুলিশ, সেনাবাহিনী, পুলিশ সদস্যরা অবরোধ তুলে নিতে কাজ করছেন। আমরা রেললাইন অবরোধ তুলে নেওয়ার ক্লিয়ারেন্স পেলেই ট্রেন চলাচল শুরু করবো।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এজেডএস/এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।