ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

ঢাকা: রাজধানীর আজিমপুরে ফারজানা আক্তার নামে এক নারীর বাসায় সাবলেটে থাকা আরেক নারী তিনজন ব্যক্তি নিয়ে হানা দিয়ে লুটপাট চালিয়েছেন। এমনকি ফারজানার শিশু সন্তানকেও তারা নিয়ে গেছেন বলে অভিযোগ মিলেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের ওই বাসায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে অভিযুক্তদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।  

ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন বলে জানা গেছে। তার স্বামী বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন।

জানা যায়, সকালে সাবলেটে থাকা ওই নারী কয়েকজন বহিরাগত নিয়ে ফারজানার বাসায় ঢোকেন। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ সময় তারা ফারজানার ফুটফুটে সন্তানকেও নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে ফারজানার এক সহকর্মী জানান, সহকর্মীর বাসার ঘটনাটি শুনে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে শোনেন, দুর্বৃত্তরা তাদের শিশুসন্তানকে নিয়ে গেছে। বাচ্চাটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু জানান, ফারজানার বাসায় সাবলেট থাকেন এক নারী। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর সঙ্গে আরও তিনজন বাসায় আসেন। পরে তারা ফারজানার সঙ্গে বিবাদে জড়ান। এক পর্যায়ে তারা ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে চলে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।

তিনি আর জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল দুর্বৃত্তদের ধরতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।