ঢাকা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে খবর ছড়ানো হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান বাংলাদেশ সফর করেছেন। এ নিয়ে ভারতীয় কতিপয় গণমাধ্যমে খবরও দেখা যায়।
এ খবরটি নাকচ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সিএ প্রেস উইং ফ্যাক্টস এক বার্তায় জানিয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান বাংলাদেশ সফরে আসেননি। সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এ সংক্রান্ত খবর মিথ্যা।
সিএ প্রেস উইং ফ্যাক্টস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাদের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে লিখেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবরটি মিথ্যা।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআই