ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে যুবককে পিটিয়ে-চোখ উপড়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
ফরিদপুরে যুবককে পিটিয়ে-চোখ উপড়ে হত্যা মিরান খাঁন

ফরিদপুর: ফরিদপুরে মিরান খাঁন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যার অভিযোগ উঠেছে।  

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

সেখানকার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাডাঙ্গী এলাকায় ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

নিহত যুবক একই ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। ওই যুবকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত চারটি মামলা রয়েছে।

নিহত মিরানের পরিবারের দাবি, মিরানের বিরুদ্ধে কয়েকটি মামলা থাকার কারণে তিনি পালিয়ে বেড়াতেন। বৃহস্পতিবার রাতে গদাডাঙ্গী এলাকায় পালিয়ে মাছ শিকার করতে যান। এ সময় স্থানীয় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে তাকে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়েছে।  

ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বাংলানিউজকে বলেন, ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কে-বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।