ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর গ্রেপ্তার

ফরিদপুর: হত্যা মামলায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মাতুব্বরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে সোমবার রাত ২টার দিকে জেলার ভাঙ্গা রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সালথার কাসেম বেপারী হত্যা মামলার এজাহার নামীয় আসামি।  

গত ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপ ইমামবাড়ি মেলায় এক তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কয়েকজন বখাটে তরুণ। এসময় চাইনিজ কুড়ালের আঘাতে মিলন (৩২) নামে অপর এক যুবক আহত হন।

নিহত কাশেম উপজেলার গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে। আহত মিলন একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

এ ঘটনায় সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এ মামলার এক নম্বর আসামি মো. ওয়াদুদ মাতুব্বর।  

উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দুর্গাপূজার পরদিন জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি এলাকায় মেলা ও নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। শতবছর ধরে সেখানে মেলার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।