ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তুলতে হবে: উপদেষ্টা হাসান আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তুলতে হবে: উপদেষ্টা হাসান আরিফ

ঢাকা: বাংলাদেশকে এ অঞ্চলের একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য ও অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, দেশের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহকে ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করার যথাযথ উদ্যোগ এবং কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া বিমানবন্দরসমূহের সেবার মান আরও বাড়ানো, বিমান বাংলাদেশের যাত্রীসেবা, ফ্লাইট শিডিউল ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।  

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শহীদদের রক্তস্নাত এ পলল ভূমিকে একটি সমৃদ্ধ স্বদেশে পরিণত করার মধ্য দিয়েই এ বিপ্লবের সফলতা নির্ভর করবে।  

মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, আব্দুন নাসের খান, ফাতেমা রহিম ভীনা, মো. আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে নবনিযুক্ত উপদেষ্টা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।