ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তদন্ত করে ইসকনের আর্থিক উৎস প্রকাশের দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
তদন্ত করে ইসকনের আর্থিক উৎস প্রকাশের দাবি

ঢাকা: অতিদ্রুত স্বাধীন তদন্ত কমিটি গঠন করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান-বিন হাদি এই দাবি জানান।

গত শনিবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে তার এক বক্তব্যের জন্য সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার সময় বেঁধে দেওয়াসহ সাম্প্রতিক ইসকনের কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, ইসকন যেহেতু আমাদের অনুষ্ঠানে দেওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম সিপাহসালার মাহমুদুর রহমানের একটি যৌক্তিক বক্তব্যের জের ধরে তাকে ক্ষমা চাইতে বলেছে, তাই আমরা কিছু প্রশ্ন তুলতে চাই। ইসকনের টাকার উৎস কী। তারা কীভাবে এত কোটি কোটি টাকা বাজেট করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিদ্যমান নীতি অনুযায়ী, এসব এনজিও প্রতিষ্ঠান কেবল সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না। অথচ ইসকন যেসব কর্মকাণ্ড করছে, সবই রাজনৈতিক। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে চেয়েছে।

ইসকনের পরিচয় পরিষ্কার করার দাবি জানিয়ে তিনি বলেন, ইসকন কি ধর্মীয় সংগঠন নাকি রাজনৈতিক, তা পরিষ্কার করতে হবে। তারা রাজনৈতিক সংগঠনের মতো সব কর্মকাণ্ড পরিচালনা করছে। বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীনে কোন আইনে তারা নিবন্ধন পেয়েছে, তা প্রকাশ করতে হবে। গত ১০-১৫ বছরে তারা যে অনুদান পেয়েছে, তার সঠিক হিসাব এনজিও ব্যুরোর কাছে দেওয়া হয়েছে কি না, তা জানাতে হবে।

শরিফুল ওসমান-বিন হাদি বলেন, বাংলাদেশে একটি বয়ান তৈরি হয়েছে যে ইসকনের বিরুদ্ধে কথা বললেই হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলা হয়। ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধি নয়। বরং তাদের হাতে বাংলাদেশের অনেক সনাতন ধর্মাবলম্বী নির্যাতনের শিকার হয়েছেন। তারা গত কয়েক বছরে অনেক মন্দির দখল করেছে।

‘ইসকন বাংলাদেশে দাঙ্গা লাগাতে চায়। তারা বহির্বিশ্বে দেখাতে চায় বাংলাদেশে দাঙ্গা লেগেছে। গত ১৬ বছরে শেখ হাসিনার আমলে হিন্দুদের জমি দখল হয়েছে, তার বিরুদ্ধে ইসকন কোনো বিবৃতিও দেয়নি। ’

তিনি আরও বলেন, ভারতের সাবেক এক হাইকমিশনার ইসকনকে প্রকাশ্যে অনুদান দেওয়ার কথা বলেছেন। এই অনুদানের বাইরে কোনো অপ্রকাশ্য অনুদান রয়েছে কি না, তারা কি কেবল ভারতের অনুদানই পায়, নামে-বেনামে তাদের কী সম্পদ রয়েছে, তা প্রকাশ করতে হবে। ’

ইসকনের দেওয়া ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরোধিতা করে শরিফুল ওসমান বলেন, বাংলাদেশের কোনো মন্দিরে-উপাসনালয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনিনি। বাংলাদেশের হিন্দুরা ‘হরে কৃষ্ণ, হরে রাম’ বলেন। এই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে গত ১০-১৫ বছরে ভারতে বিজেপি অসংখ্য মুসলমানকে হত্যা করেছে। এই স্লোগান ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’র মতো, যা দিয়ে সব অপরাধের বৈধতা দেওয়া হয়।

ইসকনের ঘটনায় সরকার কোনো ব্যবস্থা না নিলে আদালতে রিট করার কথাও বলেছেন শরিফুল ওসমান।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এফএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।