ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
কামরাঙ্গীরচরে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর হোসেন ওরফে নুরা (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্ববর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।



এর আগে শুক্রবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে কামরাঙ্গীরচর নবীনগর আসাদুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।  

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, মৃত নুর হোসেন ওরফে নুরা একজন চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিল প্রাথমিকভাবে জানা গেছে। কামরাঙ্গীরচরের ঝাউচড় বড় মসজিদ গলিতে থাকতেন।  

এসআই জানান, শুক্রবার রাতে নবীনগর এলাকায় আসাদুজ্জামান আসাদের পাঁচতলার ভবনের বারান্দা দিয়ে মোবাইলফোনসহ হয়তোবা অন্যান্য জিনিসপত্র চুরি করতে ওঠেন ওই যুবক। পরে তিনি নামতে গিয়ে পাশের বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।