ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুর সদরে ৪ মামলায় ৩৬ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
চাঁদপুর সদরে ৪ মামলায় ৩৬ আসামি গ্রেপ্তার

চাঁদপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত জুলাই ও আগস্ট মাসে মারামারি, হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় পৃথক চারটি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৩৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।  

গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র-জনতার এক দফা আন্দোলনের ঘটনায় ০৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এসব মামলা দায়ের হয়।  

সদর মডেল থানা পুলিশ জানায়, সর্বশেষ এ ঘটনায় গ্রেপ্তার হয় সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আদম মিজির ছেলে মো. কামাল মিজি বাবু (৩৩)।  

তাকে থানা পুলিশ সোমবার (২৮ অক্টোবর) রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়।

এছাড়া এই আসামির ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ডিএমপির বাড্ডা থানায় দায়ের করা মামলার এজহার ভুক্ত আসামি।

গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় প্রথম মামলা হয় গত ১৫ আগস্ট। এই মামলার বাদী আ. রাজ্জাক হাওলাদার। মামলায় দীপু মনি, তার ভাই টিপুসহ ৫১০ জন নামীয় এবং ১২শ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

০৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও মারামারি ঘটনায় দ্বিতীয় মামলাটি হয় ২০ আগস্ট। এই মামলার বাদী সদরের ঢালীর ঘাট এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম। দীপু মনি ও সেলিম মাহমুদসহ আসামি ৬২৬ জন।

একই স্থানের ঘটনায় ২৮ আগস্ট তৃতীয় মামলাটি করেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীর বাবা মুক্তার আহমেদ। এই মামলায় দীপু মনি, মায়া চৌধুরী ও সেলিম মাহমুদসহ আসামি করা হয় ৬৫০ জনকে। চতুর্থ এবং সর্বশেষ মামলাটি হয় গত ১৮ অক্টোবর। এই মামলার বাদী শহরের ক্লাব রোড এলাকার বাসিন্দা আল-আমিন হোসেন। মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীসহ এজহার নামীয় ১১০জন এবং অজ্ঞাতনামা আসামি ১৫০ জন।  

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় চাঁদপুরে সদর মডেল থানায় দায়ের করা মামলায় এই পর্যন্ত ৩৬ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে এজহারনামীয় এবং অজ্ঞাতনামা আসামি রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।