ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার, বরিশালে ২৯ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার, বরিশালে ২৯ জেলে আটক

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে বরিশালে ২৯ জেলে আটক হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) বরিশালের কালাবদর নদীতে অভিযানে তারা আটক হন।

 

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন।  

অভিযান পরিচালনার সময় পাঁচ হাজার মিটার জাল, ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।