ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
দামুড়হুদায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় রাকিব হোসেন (২২) নামে কলেজছাত্র নিহত হয়েছেন।  

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের ছেলে।  

তিনি দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ্ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন রাকিব। এ সময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন রাকিব। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহযোগিরা পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাকটি।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।