ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ে টাস্কফোর্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
কিশোরগঞ্জে বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ে টাস্কফোর্স

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সহনীয় এবং স্বাভাবিক পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেছে বিশেষ টাস্কফোর্স।  

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজারে কাঁচা পাইকারি ও খুচরা সবজি মহলসহ মাছ মহলে মনিটরিং
কার্যক্রম এবং অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে মূল্য তালিকা না থাকা, রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মে জন্য মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা ও ভোক্তা-অধিকার কিশোরগঞ্জ কর্তৃক চারটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ও অন্যরা।

জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।