ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

পিরোজপুর: পিরোজপুরের সদর উপজেলার কদমতলার নুরানী গেট এলাকায় প্রাইভেটকার খালে পড়ে আটজন নিহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আটজনের মধ্যে তিনজন শিশু,  তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

নিহতরা হলেন, মোতালেব হোসেন (৪৫) ও তার স্ত্রী  সাবনিা আক্তার  (৩০), মেয়ে মুক্তা (১২) এবং ছেলে সোয়াইব (২)। তাদের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে। আর নিহত মো. শাওন (৩২) ও তার স্ত্রী আমেনা বেগম (২৫), ছেলে সাহাদাৎ হোসেন (১০) ও আব্দুল্লাহ (০৩) তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। নিহত মোতালেব হোসেন ও শাওন সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু।

নিহত মোতালেবের শাশুড়ি সেফালি বেগম বলেন, তারা উভয়েই মোতালেবের শ্বশুর বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তারা রাতেই কুয়াকাটা থেকে পিরোজপুরের নাজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন।

জেলা হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক মো. নিজাম জানান, তাদের মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান সত্যতা নিশ্চিত করেছেন।

পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ জেলা হাসপাতালে রাখা হয়েছে। তাদের মধ্যে মোতালেব নামে একজনের কাছে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব  সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।