ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উসকানিতে এ দেশের মানুষ প্ররোচিত হবে না: রিজওয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
উসকানিতে এ দেশের মানুষ প্ররোচিত হবে না: রিজওয়ানা

ঢাকা: সাম্প্রদায়িক উসকানি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন উসকানি এলেও দেশের মানুষ তাতে প্ররোচিত হবে না।

বাংলাদেশের মানুষের হাজার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে বৃহস্পতিবার (নভেম্বর ২৮) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব। এ জন্য আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, দাবি-দাওয়া নিয়ে সব সময় আলোচনা করব। প্রতিটি অপরাধের বিচার হবে। অপরাধের বিচারের সঙ্গে সম্প্রীতিটা মিলিয়ে ফেললে চলবে না। সম্প্রীতির বন্ধন যাতে আরও দৃঢ় হয় সে জন্য সরকার কাজ করবে।

সব বিরোধ-সংকট আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে এ উপদেষ্টা বলেন, মানুষ শিক্ষার্থীদের প্রতি আস্থার জায়গা খুঁজে পেয়েছে। ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না, যেটা আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার জন্য আমরা যে লড়াইয়ে সামিল হয়েছি, সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি জাতি যে আস্থা ও ভরসা রেখেছে, তা যেন অক্ষুণ্ন থাকে, যেন আরও বাড়ে ও সুদৃঢ় হয়। সে জন্য যে কোনো বিরোধ, সমস্যার সমাধানে সরকারের সঙ্গে আলোচনা করুন।

রিজওয়ানা বলেন, সবাইকে সংযত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। হয়তো আপনার দাবি যৌক্তিক, কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি, ধ্বংসাত্মক হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ন্যায্য দাবিও পূরণ করতে পারবেন না। আজ প্রধান বিচারপতিও উদ্বেগ জানিয়েছেন।
 
তিনি আরও বলেন, আমরা সবাইকে বলব, এ জাতীয় ধ্বংসাত্মক ও অবমাননামূলক কাজ থেকে বিরত থাকুন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দায়ের করার প্লাটফর্ম আছে, সেখানে অভিযোগ দায়ের করতে হবে। সংবাদ সম্মেলন করা যাবে, কিন্তু ধ্বংসাত্মক প্রক্রিয়া বেছে নিলে কারো কোনো লাভ হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।