ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে এক রাতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
রাজধানীতে এক রাতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মালিবাগ ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় দুজন মারা গেছেন।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হবে আনুমানিক ৫০ বছর।
তিনি আরও জানান, এদিকে রাত ৯টার দিকে বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির দেহ খণ্ড খণ্ড হয়ে যায়। তার বয়স ও নাম পরিচয় জানা সম্ভব হয়নি। চেষ্টা করা হচ্ছে দুটি মৃতদেহের আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করার।

দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।