ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
ডোমারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডোমারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফোয়ারা সুলতানা (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গামুটুকপুর সড়কের সাবুল মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনার পরপরই মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যান।  

নিহত ওই নারীর সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া গেছে। এনআইডি অনুযায়ী তিনি উপজেলার চিলাহাটির ভোগডাবুড়ি ইউনিয়নের উত্তর গোসাইগঞ্জ গ্রামের মৃত রহমত আলীর স্ত্রী।  

প্রত্যক্ষদর্শী গোলাম রব্বানী জানান, ওই নারীকে নিয়ে এক যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছনে বসা ওই নারীর শাড়ি মোটরসাইকেলের চাকায় আটকে গেলে তিনি ছিটকে পড়েন। ঘটনার পরপরই মোটরসাইকেল চালক না দাঁড়িয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা তা দেখতে পেয়ে ওই নারীকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাঙ্গামুটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট জানান, পুলিশ ও নিহত পরিবারের লোকজন এসেছেন। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এটি তদন্ত করা প্রয়োজন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। নিহতের পরিবারের লোকজন এসেছেন, তাদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।