যশোর: ঘুসি মেরে ট্রাফিক পুলিশের নাক ফাটিয়ে দেয়া শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
সোমবার (০৩ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় কমিটি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শাওন পুলিশকে মারপিটের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
গত শনিবার (০১ মার্চ) বিকেলে যশোর শহরের জেলরোডে ল্যাবএইড হাসপাতালের সামনে ট্রাফিক পুলিশের সদস্য কেএম শরিফুল ইসলামকে ঘুসি মেরে নাক ফাটিয়ে ফেলেছিলেন শাওন। যানজটের সময় মোটরসাইকেল নিয়ে জটলার মধ্যে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলায় তিনি ওই ট্রাফিক পুলিশের ওপর হামলা চালিয়েছিলেন।
স্থানীয়রা সেসময় শাওনের কবল থেকে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। খবর পেয়ে ট্রাফিক পুলিশের বেশ কয়েকজন সদস্য সেখানে উপস্থিত হয়ে শাওনকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেছিলেন।
তার বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলা ও কর্তব্যে বাধা দানের অভিযোগে থানায় একটি মামলাও রুজু হয়। রোববার (০২ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়।
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। শাওন ইসলাম সবুজ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের শাহিনের ছেলে।
এদিকে, শাওন ইসলাম সবুজকে সংগঠন থেকে বহিষ্কার করে সোমবার (০৩ মার্চ) সংগঠন থেকে বহিষ্কার করা সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর জেলা শাখার অধীনস্থ সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো’।
বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ (০৩ মার্চ) এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন’।
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এসএইচ