ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পারভেজ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ এ ঘটনা আহত হয়েছেন আতিকুল ইসলাম (২৪) নামে আরেক যুবক ৷

সোমবার (০৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মালতিনগর খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ বগুড়া সদর উপজেলার মালতিনগর নতুনপাড়া এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

পারভেজ পেশায় রাজমিস্ত্রীর সহকারী। গুরুতর আহত আতিকুল ইসলাম একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার কিছু যুবকের সাথে রোববার (০২ মার্চ) বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার রাতে ওই যুবকেরা পারভেজকে বাড়ি থেকে ডেকে আনে। এ সময় আতিকুল পারভেজের সাথে ছিলেন। মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারো মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে পারভেজ ও আতিকুল দৌড় দিলে তাদের পিছু ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তারা দুইজনই গলি পথের মধ্যে অনেক সময় পড়ে থাকে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যেঅভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ৷

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।