ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বজ্রপাতে জেলের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
লক্ষ্মীপুরে বজ্রপাতে জেলের মৃত্যু 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. খবির নামে এক জেলের মৃত্যু হয়েছে।  

শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় লোকজন জানায়, উপজেলার আলেকজান্ডারের জনতা বাজার এলাকার খবিরসহ পাঁচ/ছয়জন জেলে সকালে নদীতে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই খবিরের মৃত্যু হয়।  

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নদীতে জেলের মৃত্যুর খবর শুনেছি।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।