ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পালানোর সময় বিমানবন্দরে আটক পলক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
পালানোর সময় বিমানবন্দরে আটক পলক বিমানবন্দরে আটক জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

ঢাকা: পতন হওয়া শেখ হাসিনার সরকারের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দিল্লি যাওয়ার জন্য জুনাইদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এ সময় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান।

গত সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তার আগে ও পরে পতন হওয়া সরকারের অনেক মন্ত্রী-এমপি দেশ ছেড়ে যান। জুনাইদ আহমেদ পলকও সেই চেষ্টা করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।