ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সোমবারের সহিংসতায় নিহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
হবিগঞ্জে সোমবারের সহিংসতায় নিহত ৯

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশ ও  আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাতজনসহ মোট নয়জন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও ১০ জন।

 
 
সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার বাংলানিউজকে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে 
প্রত্যক্ষদর্শীরা জানান,নয়জন নিহত হয়েছেন।  

আহতদের তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। এতে সংঘর্ষ বেধে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
 
ডা. শামীমা আক্তার আরও জানান, গুলিবিদ্ধ অন্তত ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে শতাধিক লোককে।

নিহতরা হলেন- সাগরদিঘীর পূর্বপাড়ের মোশাহিদ আকঞ্জির ছেলে দৈনিক লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার সোহেল আকঞ্জি (২৭), বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ (৪০), যাত্রাপাশা গ্রামের সানু মিয়ার ছেলে হাসান মিয়া (১২), মাইজের মহল্লার আব্দুন নূরের ছেলে আশরাফুল ইসলাম (১৭), পাড়াগাঁও গ্রামের শমশের মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৪০), কামালখানী গ্রামের নয়ন মিয়া (১৮), জাতুকর্ণপাড়ার আব্দুর রউফের ছেলে তোফাজ্জ্বল মিয়া (১৮), পূর্বগর গ্রামে ধলাই মিয়ার ছেলে সাদিকুর (৩০) ও কামালখানি মহল্লার তাহির মিয়ার ছেলে আকিনুর মিয়া (৩৫)।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।