ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জিসানের বাড়িতে পরিবার-স্বজন-প্রতিবেশীদের আহাজারি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান আহম্মেদ (৮) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ২০৪ নম্বর নাসির উদ্দিন বিশ্বাস পোয়ালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশু জিসান আহম্মেদ পোয়ালবাড়িয়া এলাকার কামাল হোসেনের ছেলে। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী খেলার সময় জিসানের স্যান্ডেল বিদ্যালয়ের টিনের চালার ওপরে ফেলে দেয়। এ সময় টিনের চালার ওপর জিসান তার স্যান্ডেল পাড়তে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যালয়ের টিনের চালে শট সার্কিটের ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।