ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে চলন্ত প্রাইভেট কারে আগুন

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
সাভারে চলন্ত প্রাইভেট কারে আগুন

সাভার (ঢাকা): সাভারে একটি চলন্ত প্রাইভেট কারে (স্টেশন ওয়াগন) আগুনের ঘটনা ঘটেছে। ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের একেএইচ পোশাক কারখানা সংলগ্ন এলাকার আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে।  

গাড়ির চালক ইউসুফ হাজী বাংলানিউজকে বলেন, তারা গাড়ি মেরামত করে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের একেএইচ পোশাক কারখানা সংলগ্ন এলাকায় পৌঁছালে চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। পরে গাড়ি থেকে নেমে পড়ি।

ট্যানারি ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততোক্ষণে গাড়িটি পুড়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ তদন্ত করে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।