ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

বরগুনা: জেলা সদর উপজেলা থেকে ইয়াবাসহ আসাদুজ্জামান কনির (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনসাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আসাদুজ্জামান ওই ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

ডিবির ওসি মো. বশির আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানোর হয়েছে। তার কাছে প্রায় ৯০ হাজার টাকার অবৈধ মাদকদ্রব্য পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।