ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২০ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জুন ৬, ২০২৪
২০ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ২০ হাজার ইয়াবাসহ তৈয়বুল ইসলাম নামে এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  
 
বুধবার (৫ জুন) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক (এডি) মো. সিরাজুল মোস্তফা জানান, সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আটক তৈয়বুল। এমন খবরের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে তৈয়বুলের ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 আটক তৈয়বুল ইসলাম ৮ এপিবিএনের সদস্য। তিনি  উখিয়া উপজেলার বালুখালীর পানবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।