ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ২৬, ২০২৪
মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে।  

রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে নৌকাটি ডুবে যায়।

অতিরিক্ত যাত্রী তোলায় নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে।  

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে। এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন বলে শুনেছি। দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি। কেউ নিখোঁজ হয়েছেন কি না জানতে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে। এছাড়া নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিদল নদীতে তল্লাশি চালাচ্ছে।  

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার সকাল থেকেই বাগেরহাটে গুমট আবহাওয়া বিরাজ করছে।
এর মধ্যে মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।