ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ১৬, ২০২৪
ফতুল্লায় ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় রাশেদা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার কাশিপুর সম্রাট সিনেমা হলের সামনে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম (৪৮) ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকার মুন্সিবাড়ির মহিউদ্দিন মুন্সির স্ত্রী।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) বেলায়েত জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি ট্রাক ওই গৃহবধূকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয়রান আশঙ্কাজনক অবস্থায় তাকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও তার চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।