ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় আম ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ১৫, ২০২৪
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় আম ব্যবসায়ী নিহত

বাগেরহাট: বাগেরহাটে ট্রাকের ধাক্কায় সুহেল হাওলাদার (৪৩) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।  

বুধবার (১৫ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট টাউন নওয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুহেল হাওলাদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।  

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশ্বাপ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রাজশাহী থেকে আম নিয়ে আসার পথে খুলনা-মাওয়া মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় হ্যামকো ফ্যাক্টরির সামনে পিকআপটি বিকল হয়ে যায়। পরে আম সুহেল সড়কে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।