ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলা: ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে বায়েজিদ (৬) ও মারিয়া (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বায়েজিদ ও মারিয়া ওই এলাকার দিনমজুর মো. রাসেলের ছেলে-মেয়ে।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির উঠানে দুই শিশু খেলা করছিলো। একপর্যায়ে সবার অগোচরে শিশু দুটি পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। পরে অভিযোগ না খাকায় ময়নাতদন্ত ছাড়া দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।