ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে লাফিয়ে পড়ে যুবকের ‘আত্মহত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
হাতিরঝিলে লাফিয়ে পড়ে যুবকের ‘আত্মহত্যা’ ফাইল ছবি

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে ব্রিজ থেকে লেকের পানিতে লাফিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন।  

আত্মহননকারী যুবকের নাম - নাজমুল হক (২৮)।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটরের হিসাবে কাজ করতেন তিনি। পরিবারের সঙ্গে রাজধানীর ফার্মগেট এলাকায় থাকতেন নাজমুল। তার বাবার নাম অহেদুর রহমান।

রোববার (১৭ মার্চ) সকালের দিকে হাতিরঝিল মধুবাগ ব্রিজ থেকে লেকে ঝাঁপিয়ে পড়েন নাজমুল।  

এই দৃশ্য উপস্থিত লোকজন দেখতে পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সোহরাওয়ার্দী  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন।

তিনি জানান, দুপুরের দিকে সংবাদ পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে নাজমুলের মৃতদেহ উদ্ধার করা হয়। নাজমুলের পরিবার থেকে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আউটসোর্সিংয়ে কম্পিউটার অপারেটরের চাকরি করতেন। তিনি বিবাহিত ছিলেন ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল তার। নানা কারণে মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি।

এসআই বলেন, ধারণা করা হচ্ছে এসব কারণেই নাজমুল ব্রিজ থেকে হাতিরঝিল লেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই উপ-পরিদর্শক।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।