ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফসলি জমির মাটি বিক্রি: শরীয়তপুরে এক ব্যক্তিকে ২ লাখ জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
ফসলি জমির মাটি বিক্রি: শরীয়তপুরে এক ব্যক্তিকে ২ লাখ জরিমানা

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়ায় আলকাছ খান (৬৫) নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় তাকে এ জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গ্রাম চিকন্দি এলাকায় অভিযান চালানো জয়। অভিযানে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালদের মাধ্যমে ওই জমির মালিক আলকাছ খানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, যারা ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রি করেন এবং নদী থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করবেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।