ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
যশোরে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

যশোর: জেলায় সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মোহাম্মদ আলী (৩৫) নামে আরও এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কানাইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম যশোর সদর উপজেলার রামনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

আহত মোহাম্মদ আলী জানান, তিনি দুইদিনের ছুটিতে নিজ বাড়ি খুলনার ডুমুরিয়া যাওয়ার জন্য সদরের রাজারহাট মোড় থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যশোর থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর-মণিরামপুর মহাসড়কের রামনগরের কানাইতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়। আর তিনি গুরুতর আহত হলে যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত মোহাম্মদ আলীর মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। তার অবস্থাও আশংকাজনক।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
ইউজি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।