ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পায়ুপথে স্বর্ণের ২ বারসহ বেনাপোলে যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
পায়ুপথে স্বর্ণের ২ বারসহ বেনাপোলে যুবক আটক

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে ২৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মেহেদী হাসান (২১) নামে এক যুবককে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।  

সোমবার (২৯ জানুয়ারি) সকালে বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়।

আটক আসামি হলেন- কুমিল্লার জগচান্দিনা গ্রামের আব্দুল বাতেনের ছেলে।  

বেনাপোল চেকপোস্টের কর্মরত শুল্ক গোয়েন্দা আফজাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশনে অভিযান চালিয়ে মেহেদী হাসান নামে এক পাসপোর্ট যাত্রীকে গতিরোধ করা হয়। এ সময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার পায়ুপথে স্বর্ণ থাকার কথা শিকার করেন। তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।  

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৩০ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।