ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী চক্রের হোতাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী চক্রের হোতাসহ গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী একটি চক্রের হোতা সুমনসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গ্রেপ্তাররা হলেন- ছিনতাইকারী চক্রের হোতা মো. সুমন (২৫), মো. হাসান (২২) ও মো. শাকিল (২০)।

আভিযানে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬, জানুয়ারি) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

এছাড়া আটক সুমনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানায় ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে। আটক হাসানের বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ১টি ছিনতাই মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা হয়েছে। সে সঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।